হারিয়ে যাওয়া পাসপোর্ট কিভাবে বানাবো বা পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়

আধুনিক আইটিঃ  হারিয়ে যাওয়া পাসপোর্ট কিভাবে বানাবো বা পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়। আমাদের অনেকের পাসপোর্ট বিভিন্ন কারণে হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। আমাদের মধ্যে আরো একটি বড় সমস্যা হলো আমরা বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন অফিসে পাসপোর্ট জমা দিলে অনেক সময় দেখা যায় প্রতারণা কিংবা বিভিন্ন কারণে আর পাসপোর্ট ফেরত পাওয়া যায় না তখন আবার আমাদের পাসপোর্ট তৈরী করার প্রয়োজন পরে। তাই আমরা আজকে জানবো হারিয়ে যাওয়া পাসপোর্ট রি-ইস্যুর আবেদন দাখিলের নিয়ম।

আমাদের পাসপোর্টটি যখন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা অফিসে জমা দিয়ে আর ফিরে না পাই অর্থাৎ মূল পাসপোর্টটি যখন আর ফিরে পাবার আশা না থাকে তখন সবার প্রথম আমাদেরকে সেই পাসপোর্টের একটি কপি সংগ্রহ করতে হবে। এরপর আমাদেরকে সেই কপিটি দিয়ে নিকটস্থা থানায় একটি জিডি (সাধারণ ডায়েরী) করতে হবে।

অনেকে আবার এমনও আছে যাদের কাছে কোন পাসপোর্ট কপিই থাকে না। যাদের কাছে কোন তথ্যই থাকে অর্থাৎ পাসপোর্টের কোন ফটোকপি থাকে না তারা কি করবেন? আপনি যখন পাসপোর্ট করেছিলেন তখন আপনার অবশ্যই জন্ম বিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড দিয়ে এটি করেছিলেন, আপনি সেই ডকোমেন্টটি নিয়ে সরাসরি চলে যাবেন আপনার পাসপোর্ট অফিসে, যেখান থেকে আপনি পাসপোর্টটি করেছিলেন। সেখানে তাদের কাছে একটি আবেদন করবেন (নমুনা তাদের এখানে রয়েছে)। অফিসে গিয়ে হ্যাল্প ডেক্স এ বললেই হবে যে, পাসপোর্ট হারিয়ে গেছে এবং কোন কপিও নেই। তখন তারাই আপনাকে একটি স্লিপ বা অনলাইন ডাটা স্লিপ বের করে দিবে, আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি নাম্বারের সাহায্যে, যেখানে আপনার পাসপোর্টের সকল তথ্য দেয়া থাকবে। যেমনঃ নাম, ঠিকান, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ সহ পাসপোর্টের সকল তথ্য। এরপর এই স্লিপটি নিয়ে এসে থানায় জিডি করবেন।

এবার ধরে নিলাম আপনি পূর্বের পাসপোর্ট কপিটি সংগ্রহ করে জিডি করেছেন অথবা একটি স্লিপ বা অনলাইন ডাটা স্লিপ সংগ্রহ করে জিডি করেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url