ফেসবুক থেকে আয় করা এখন আরো সহজ হচ্ছে।
(এটি একটি আমাদের স্ক্রিপ্ট)
ফেসবুক থেকে আয় করা এখন আরো সহজ হচ্ছে। এখন থেকে ভিউ এর উপর নির্ভর করেই আয় করা যাবে অনেক টাকা। যেমনঃ আপনি একটি স্ট্যাটাস দিলে, ছবি পোস্ট কিংবা ভিডিও দিলে এইগুলো ভিউ এর উপর ভিত্তি করে আপনি পাবেন আয় করার বিশাল সুযোগ। শুধু তাই নয় আগে যে ভিডিও, রিলস এবং বোনাস জাতীয় প্রোগ্রাম ছিল সেগুলো থেকে তো আয় থাকছেই।
অনেকের জন্য এটা কষ্টের এবং অনেকের জন্য আনন্দের খবর। কষ্টটা তাদের জন্য যারা এতোদিন রিলস বা ইনস্ট্রিম এডস এর জন্য ক্রাইটেরিয়া পূরণ করেছেন, সেটা ফিচারগুলো কিন্তু এখন আর থাকছে না। ফেসবুক বলে দিয়েছে ৪ অক্টোবর ২০২৪ এর পর থেকে যারা আগে মনিটাইজের জন্য আবেদন করেছিলেন তারা সেটা আর পাবেন না। পাশাপাশি এই মনিটাইজের ক্যাটাগরি আলাদা আলাদা না রেখে সবগুলো একসাথে একটি প্যাকেজের মতো করে ফেলবে বা অলরেডি করে ফেলা হয়েছে। নতুন একটি ফিচার দিয়েছে যার নাম, Content Monetization. যা আগে ৪ থেকে ৫ টি ভাগে বিভক্ত ছিল। যেমনঃ Stars, Ads on Reels,in stream ads ও Live ইত্যাদি। এখন এই একটি ফিচার চালু হওয়া মানে এই সকল ইনকাম একসাথে হবে পাশাপাশি ভিউ এর উপরেও ইনিকাম হবে।
সুখবর হচ্ছে নতুনদের জন্য, এবং যারা ইতমধ্যে মনিটাইজের মাধ্যমে আয় করছেন। নতুনরা খুব সহজেই মনিটাইজ পেয়ে যাবে কারণ এর জন্য আগের মতো আর টার্গেট থাকছে না। ফলোয়ার ৫ হাজার না হলেও যদি কেউ ভাল কাজ করে তাহলে আগেই মনিটাইজ পেয়ে যাবেন। আর যারা মনিটাইজ এর অন্তত একটি মাত্র ফিচার আগে থেকে পেয়েছিল তাদের অনেকেই আমার মতো নতুন এই ফিচার পেয়ে যাবেন অলরেডি অনেকেই এটি পেয়ে গিয়েছেন।
যারা এই অপশনটি এখনো পাননি বা পেতে দেড়ি হচ্ছে এবং যার নতুন কিন্তু কাজ করে যাচ্ছেন তারা চাইলে ফেসবুকের কাছে একটি আবেদন করতে পারেন এর জন্য একটি ফ্রমের অপশন দিয়ে দিয়েছে ফেসবুক নিজেই। লিংকটি আমরা ভিডিও ডেস্ক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে দিব। কেউ যদি এটি নিজে নিজে না পারেন তাহলে আমাদের পরবর্তী ভিডিটি দেখতে পারেন আমরা আবেদন করা দেখিয়ে দিব। ভিডিও শেষ করার আগে আরো একটি তথ্য দিব তার আগে অনুরোধ থাকবে আআদের ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি ইউটিউভ হতে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন।
গুরুত্বপূর্ণ তথ্যটি হলো, এই ফ্রমটি ফিলাপ করার সময় অন্যন্য সোশ্যাল মিডিয়ার একটি লিংক চায় সেখানে আপনারা চাইলে ইউটিউভ বা টিকটকের লিংক দিতে পারেন যদি সে যায়গায় আপনি জনপ্রিয় বা আপনার দর্শক বেশী থাকে তাহলে ফেসবুকের মনিটাইজ পেতে আরো সহজ হয়ে যাবে। আজকের ভিডিওটি এপর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।