মনিটাইজ এ পরিবর্তন এনেছে ফেসবুক কোম্পানি মেটা

ফেসবুক থেকে যারা আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য ভালো এবং মন্দ দু'ধরণের খবর। ইনস্ট্রিম এডের জন্য আবেদন গ্রহণ গতকাল থেকে বন্ধ করে দিয়েছে ফেসবুক। তার বদলে আগামী বছরে 'কনটেন্ট মনিটাইজেশন' নামে নতুন একটি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। যেখানে একটি ইলিজিবিলিটির মাধ্যমেই ইনস্ট্রিম এড, এডস অন রিলস, বোনাস, স্টোরি, ফটো, টেক্সট এই সবকিছুতেই আর্ণিং পাওয়া যাবে। পেমেন্টও সব একইসাথে কাউন্ট হবে। ভার্টিকেল ভিডিওর ব্যাপারে বিশেষভাবে জোর দিয়েছে তারা। অরিজিনাল ফিল্মড এন্ড ক্রিয়েটেড কনটেন্ট ছাড়া এই প্রোগ্রামে জয়েন করা যাবেনা, এমনই ইঙ্গিত মিলেছে।

টেক্সট এবং ফটোতে কিভাবে মনিটাইজেশন দিবে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। ফটোর স্বত্ব রক্ষা করা গেলেও টেক্সটের স্বত্ব কতটুকু রক্ষা করা যাবে তা বোঝা যাচ্ছেনা। 

বরাবরের মতই অর্গাণিক এনগেজমেন্টে জোর দিচ্ছে তারা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে শুধু বিশেষ মেধাবী এবং টেকনিক্যালরা বাদে আমরা সাধারণদের জন্য একটু কষ্টকর হবে। কারণ শুধু এক ভিডিও থেকে আর্ণ করার জন্য ভায়োলেশন, কপিরাইট ক্লেইম, ব্লক, টেকডাউন, রেভিনিউ শেয়ার, ডিসপুট, মনিটাইজেশন পলিসি, লিমিটেড অরিজিনালিটি, পেআউট, রাইট ম্যানেজার, বিজনেস স্যুইটের মত নানান হেনতেন জানার ওপর থাকতে হয়। তারওপর টেক্সট ও ফটো মনিটাইজেশন যোগ হলে নতুন কিসসা শুরু হবে। নতুন অনেক কিছু জানতে হবে একেবারে ভেতর থেকে। যারা যত দ্রুত এলগরিদমের কাছাকাছি গিয়ে টিকে থাকতে পারবে তারাই তত সফল।

টেক্সট মনিটাইজেশন যদি হয় তাহলে সেটা অনলাইন আর্নিং এর জগতে নতুন আরেকটা বিষ্ফোরণের সৃষ্টি করবে। হাজার হাজার ব্লগ সাইট বেকার হয়ে পড়বে মুহুর্তেই। টেক্সট কপি করা আর কপি ঠেকানোর নিত্যনতুন প্রযুক্তি সৃষ্টি হবে। আগে শুধু ভিডিও নির্মাতাদের জন্য প্লাটফরম থাকলেও এবার লেখক-সাহিত্যিকদের কর্মস্হল হয়ে উঠবে ফেসবুক। ফটোও প্রায় একই রকমের জোয়ার সৃষ্টি করবে। জেনারেটিভ এআই প্রম্পটিং যারা জানে তাদের পকেট ভারী হবে।

এরই মধ্যে এক মিলিয়ন ক্রিয়টরকে কনটেন্ট মনিটাইজেশনের বেটা ফ্যাসিলিটি দেয়া হয়েছে যা সামনের সপ্তাহগুলোতে আরো বাড়বে। আমার ধারণা এ বছরটা ফেসবুক অনেক ভাঙ্গা-গড়ার মধ্য দিয়ে যাবে। অনেকেরই মনিটাইজেশনের সমস্যা হতে পারে। কিছু উদ্ভট আচরণও হয়তো দেখা যাবে। তবে সামনের বছর থেকে অরিজিনাল ক্রিয়েটর আর মেধাবীরা টিকে থাকবে। জানার পরিধি অনেক বেশি না বাড়াতে পারলে আমার মত নগণ্যদের ঝরে যেতে হবে। চলুন শুরু করি!

কামরুল ইসলাম রুবেল
সিনিয়র ম্যানেজার, 
ডিজিটাল মিডিয়া, ডিবিসি নিউজ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url