e passport vs machine readable passport মেশিন রিডেবল পাসপোর্ট বনাম ই-পাসপোর্ট

আধুনিক আইটিঃ বর্তমানে বাংলাদেশে ই-পাসপোর্ট চলে আসায় আমাদের মধ্য অনেকেই এই বিষটি বুঝতে পারেন না যে, কোনটা ই-পাসপোর্ট এবং কোনটা মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট। আজকে আমরা চিনার চেষ্টা করবো ই-পাসপোর্ট কি এবং এমআরপি পাসপোর্ট কি?

আমরা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ ধরণের পাসপোর্ট দেখতে পাই।

  1. হাতে লিখা পাসপোর্ট।
  2. ডিজিটাল এমআরপি পাসপোর্ট। এবং
  3.  ই-পাসপোর্ট।
আমরা এই ৩ টি পাসপোর্ট চিনার আগে জেনে নিব কোন পাসপোর্ট কতো তারিখে চালু হয়েছে। 

  • ঐতিহ্যবাহী হাতে লেখা বাংলাদেশী পাসপোর্ট ১৯৭৩ সাল থেকে প্রদান করা শুরু হয় এবং ২০১০ সালে প্রদান শেষ হয়।
  • এমআরপি পাসপোর্টঃ এর পূর্ণরূপ হলো মেশিন রিডেবল পাসপোর্ট। যা ২০১০ সালে থেকে প্রদান করা শুরু হয় এবং বর্তমানেও কিছু কিছু যায়গায় এটি প্রদান করতে দেখা যায়।
  • ই-পাসপোর্টঃ ই-পাসপোর্ট এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক পাসপোর্ট যা বাংলাদেশে সর্বপ্রথম চালু হয় ২০২০ সালের ২২ জানুয়ারী থেকে।
যেহেতু এমআরপি এবং ই-পাসপোর্ট দেখতে একই রকম এবং উভয় ধরণের পাসপোর্ট এখনো প্রদান করা হচ্ছে তাই এই দুটো পাসপোর্ট চিনতে অনেকেই ভুল করে ফেলেন। যারা এই বিষয়টি বুঝেন না তারা যেনো খুব সহজে এই বিয়ষটি বুঝতে পারেন তাদের জন্য আমরা এই দুটো পাসপোর্টের আলাদা আলাদা বৈশিষ্ট্য তোলে ধরবো। 

মূল বিষয়ে যাবার আগে সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের আধুনিক আইটি ফেসবুক পেজটি ফলো এবং আধুনিক আইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবার।

  • প্রথমেই আমরা যে বিষয়টি দেখে দুটো পাসপোর্ট শনাক্ত করতে পারি তা হলো, ই-পাসপোর্ট এর কভার পেজে সীমের মতো সিম্বল চিহ্ন থাকবে এমআরপি পাসপোর্টে এটি থাকে না।
  • ই-পাসপোর্ট এর কভার পেজের পরেই থাকবে একটি কার্ড এবং এমআরপি পাসপোর্টে এমন কার্ড থাকবে না। ই-পাসপোর্ট এর কার্ডে বাড়তি কিছু তথ্য থাকে যার সবগুলো খালি চোখে দেখা যায় না; যেমনঃ ৩ ধরণের ছবি, ১০ আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ।
ই-পাসপোর্ট ভ্রমণকারীদের সুবিধা সমূহঃ
  • ই-পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হলো, দ্রুত এবং স্বল্প সময়ে ইমিগ্রেশন শেষ করতে পারবে।
  • ই-পাসপোর্টের মাধ্যমে অটো ছবি উঠে যাবে।
  • ই-পাসপোর্টের মাধ্যমে অটো ফিংগার।
  • কোন ঝামেলা হলে জ্বলবে লাল বাতি।
ই-পাসপোর্ট করার ক্ষেত্রেও রয়েছে আরো অনেক ধরণের সুবিধাঃ অনলাইনের মাধ্যমে আবেদন করে, কোন প্রকার বাড়তি ঝামেলা ছাড়াই বর্তমানে করা যায় ই-পাসপোর্ট। 

কিভাবে একটি ই-পাসপোর্ট করা যায় তার ১ম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে সকল বিষয় দেখানো হয়েছে আমাদের অন্য একটি ভিডিওতে। সেই ভিডিওগুলোর লিংক দেয়া থাকে এই ভিডিও কমেন্ট বক্স এবং ডেসক্রপশন বক্সে। এ সম্পর্কে আরো কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এমন আরো তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের আধুনিক আইটি ইউটিউভ চ্যানেল এবং একই নামে একটি ফেসবুক পেজ রয়েছে, ফলো করুন সেই ফেসবুক পেজ। সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ.... 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url