স্মার্ট কার্ড সংশোধন করার পরে কিংবা হারিয়ে গেলে নতুন স্মার্ট কার্ড কিভাবে পাবেন?

আধুনিক আইটিঃ এনআইডি স্মার্ট কার্ড সংশোধন করার পরে কিংবা হারিয়ে গেলে নতুন স্মার্ট কার্ড কতদিন পরে কিভাবে পাবেন? এ সম্পর্কে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন তাদের জন্য আমাদের আজকের বিষয়।




আমরা জানি আমাদের স্মার্ট কার্ড হারিয়ে যাওয়ার পরে বা ভুল সংশোধন করার পরে আমাদেরকে অনলাইনে একটি পেপার লেমিনেটিং পিডিএফ কার্ড দেয়া হয় কিন্তু উপজেলা থেকে কোন স্মার্ট কার্ড দেয়া হয় না বা কার্ডের তথ্য পাওয়া যায় না। এই বিষটি নিয়ে আমরা একাধিক নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কথা বলে জানতে পেরেছি, নির্বাচন কমিশন থেকে এখনো স্মার্ট কার্ড পুনরায় প্রিন্ট অর্থাৎ যারা একবার স্মার্ট কার্ড পেয়েছে তাদের কার্ড পুনরায় প্রিন্ট করার বিষয়ে অফিসিয়াল কোন সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। এ ক্ষেত্রে সময় লাগতে পারে এক বছর কিংবা তারও বেশী।

একাধিক কর্তকর্তা আমাদেরকে জানিয়েছেন, যারা একবার স্মার্ট এনয়াইডি কার্ড পেয়েছে এখন কোন কারণে যদি আবারো তাদের কার্ড প্রয়োজন হয় তাহলে তারা অনলাইনের মাধ্যমে স্মার্ট কার্ডের আবেদন করে রাখলে পরবরতীতে নতুন কার্ডের সাথে তাদের কার্ডও প্রিন্ট করা হবে।

আশাকরি সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটি বিষয় হলো, স্মার্ট কার্ড না পেলেও এটা চিন্তার কোন কারণ নেই। নতুন সাধারণ কার্ডে বর্তমানে স্মার্ট কার্ডের নাম্বারই দেয়া হয় অর্থাৎ পুরাতন নাম্বার এখানে দেয়া হয় না। এই সাধারণ কার্ড দিয়ে স্মার্ট কার্ডের সকল কাজ করা যাবে।

কিভাবে পুনরায় স্মার্ট কার্ডের আবেদন করতে হয় এ সম্পর্কে আমাদের আরো একটি ভিডিও রয়েছে সে ভিডিওটি দেখে খুব সহজে আবেদন করে নিতে পারবেন। সাধারণ আইডি কার্ড প্রাপ্তির আবেদন প্রক্রিয়া ও ফি এবং স্মার্ট কার্ড প্রাপ্তির আবেদন প্রক্রিয়া ও ফি একই রকম। সাধাররণ এর যায়গায় স্মার্ট কার্ড বাছায় করলেই হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url